রংপুরে বিদ্যুৎ সংস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
রংপুরে বিদ্যুৎ সংস্পৃষ্টে মোফাজ্জল হোসেন নাহিদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের। নাহিদ দোলপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন মুরগী খামারী।
গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার জানান, শিয়ালের হাত থেকে খামারের মুরগি বাঁচাতে ফাঁদ হিসেবে জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন নাহিদ। মঙ্গলবার রাতের যে কোন সময় খামারের ওই বিদ্যুতের লাইনে জড়িয়ে মারা যান তিনি।
বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/ রাচৌ