রংপুরে মেট্রোঃ ডিবির অভিযান – সাড়ে ৩ লক্ষ টাকার নকল স্বাস্থ্য সরঞ্জাম উদ্ধার
রংপুরে মেট্রোপলিটন গোয়েন্দা শাখা আজ বুধবার ৮ জুলাই ২০২০ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন এর তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী থানাধীন মধ্য বাবুখাঁ এবং বেতপট্টি মোড়ে অবস্থিত বেনকো হার্ডওয়ার এবং কালার কালেকশান হার্ডওয়ার দোকানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নকল স্যানিটাইজার সহ নকল স্যানিটাইজার তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেন।
বাবু খাঁ এলাকার মৃত আব্দুর করিম মিয়ার পুত্র মোঃ মোস্তাফিজার রহমান (৪০) এর বসত বাড়ী হতে বিপুল পরিমানের নকল ভিক্সল টাইলস ক্লিনার, ভিক্সল টাইলস ক্লিনার তৈরির ক্যামিক্যাল, খালি বোতল, ড্রাম ও বেতলের গায়ে লাগানোর জন্য ব্যবহৃত স্টীকার জব্দ করেন।
মোঃ মোস্তাফিজার রহমান রংপুরের গোমস্তা পাড়া মোড়স্থ আবু হোজাইফা ডিস্ট্রিবিউশন এর প্রোপাইটর। উদ্ধারকৃত সরঞ্জামাদি গুলো হলো-
ক) নকল ভিক্সল ১০০০ এমএল প্লাষ্টিক বোতল ১০০০ পিস। ১০০০×১০০০=১০,০০০ লিটার
খ) নকল ভিক্সল এর ১০০০ এমএল খালি বোতল ২০০০ পিস
গ) নকল ভিক্সল এর বোতলে লাগানোর জন্য স্টিকার ৩০০০ পিস
ঘ) চক পাউডার ৫০ কেজি
ঙ) হোয়াইট সিমেন্ট ৫০ কেজি
চ) নকল ডেডিকেটেড এর স্টিকার ১০০০ টি
ছ) নকল RAK টাইলস পুডিং ৫০০ পিস
জ) কেমিক্যাল- ১৫ লিটার
ঝ) কেমিক্যাল রাখার ৩০ লিটারের নীল রংয়ের ড্রাম ২ টি
ঞ) কেমিক্যাল পাউডার ২০ কেজি।
সর্বমোট অনুমান ২,০০,০০০ টাকার মালামাল জব্দ করা হয়।
পরবর্তীতে ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে মোঃ মোস্তাফিজার রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন এবং নকল মালামালগুলি ম্যাজিস্ট্রেট এর নির্দেশ ধংস করা হয়।
অন্যদিকে, কোতয়ালী থানাধীন বেতপট্টি মোড়ে ধীরেন্দ্র নাথ সরকার -প্রোপাইটর, বেনকো হার্ডওয়ার, বেতপট্টি মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমানে নকল ভিক্সল জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা।উপস্থিত ম্যাজিস্ট্রেট বেনকো হার্ডওয়ার এর প্রোপাইটর ধীরেন্দ্র নাথ সরকারকে মোবাইল কোর্টের মাধ্যমে-৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের জেল প্রদান করেন এবং নকল মালামাল গুলি ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ধংসের করেন।
একইসময় কোতয়ালী থানাধীন বেতপট্টি মোড়ে মোঃ জাহিদ- প্রোপাইটর, কালার কালেকশান হার্ডওয়ার, বেতপট্টি মোড়ে পরিচালনা করে বিপুল পরিমানের নকল ভিক্সল জব্দ করেন। যার অনুমানিক মূল্য ১,০০,০০০ টাকা।
উপস্থিত ম্যাজিস্ট্রেট কালার কালেকশান হার্ডওয়ার এর প্রোপাইটর মোঃ জাহিদ কে মোবাইল কোর্টের মাধ্যমে- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের জেল প্রদান করেন এবং নকল মালামাল গুলি ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ধংসের করেন।
/ রাচৌ