পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১; অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনার সদর উপজেলার শিবরামপুর সুইচ গেট এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তানজিব নামের এক যুবক নিহত হয়েছে। পুলিমের দাবী সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ ৫ টি মামলা রয়েছে।
পাবনার ডিআই-১ আলমগীর হোসেন জানান, গেল মঙ্গলবার দিনগত গভীর রাতে একদল সন্ত্রাসী সদর উপজেলার শিবরামপুর সুইচ গেট এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালানোর জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আত্বরক্ষাত্বে পুলিশও গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তানজিবের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তানজিব পাবনা শহরের রামচন্দপুর এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুর ছেলে।
/ শেতার