নড়াইলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ নতুন করে ২০ জন আক্রান্ত
নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, এর মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরাসহ সদরে ৯ জন, লোহাগড়া উপজেলায় ৯ জন ও কালিয়ায় উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩শত ৪৩ জন করোনায় আক্রান্তের মধ্যে সদরে ১১০ জন, লোহাগড়ায় ১৯৫জন ও কালিয়ায় ৩৮ জন।এর মধ্যে সুস্থ হয়েছে ১১৮ জন এবং ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২১৮ জন পজেটিভ আছে।
/ শুস