কালিহাতীতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের কর্মচারীর ওপর হামলা
কালিহাতীতে চারান বিলে মাছের বংশ বিস্তারের জন্য অভয়শ্রম খননের ঠিকাদার মোশারফ হোসেন কালিহাতী উপজেলার পাছচারান গ্রামের কাশেম খানের ছেলে দবির খান (২৫) কে অভয়শ্রম খননের কাজ দেখাশুনা জন্য রাখা হয়।
কতিপয় দুস্কুতিকারীদের চাঁদা না দেয়ায় অভয়শ্রম খননের দেখাশুনাকারী দবির খানের ওপর হামলা করে তার দু’পা ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এলাকার কতিপয় দুস্কৃতিকারীরা দবির খানের কাছে টাকা চায়।
বৃহস্পতিবার বিকালে মটরসাইকেল যোগে চারান বাজারে ওই দুস্কৃতিকারীরা দবিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর অতর্কিত দা, হকিস্টেক নিয়ে হামলা করে। এতে তার দুই পা ভেঙ্গে ফেলে ও শলীরের বিভিন্নস্থানে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বতর্মানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে আহত দবির খান।
এবিষয়ে অভয়শ্রম খননের দেখাশুনাকারী উপজেলা পাছচারান গ্রামের কাশেম খানের ছেলে দবির খান জানান, কুষ্টিয়ার ঠিকাদার মোশারফ হোসেন কালিহাতী উপজেলা চারান বিলে মাছের বংশ বিস্তারের জন্য অভয়শ্রম খননের কাজ পায়। অভয়শ্রম খননের কাজ আমাকে দেখাশুনার জন্য রাখে।
উপজেলা পাছচারান গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে রুমেল (২২), সুনীল খানের ছেলে স্বাধীন খান(২০), কামার্থী গ্রামের আতিক(২০)। আমার কাছে চাঁদা চায়। পরে এ বিষয়ে ঠিকাদার মোশারফ হোসেনকে জানালে তিনি বলেন আমি শুক্রবার আসতাছি।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চারান বাজারে মটর সাইকেল যোগে রুমেল, স্বাধীন ও আতিক আমার কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বিকৃতি জানালে দা, হকিস্টেক নিয়ে অতর্কিত হামলা করে আমার দু’পা ভেঙ্গে ফেলে ও আমার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে জখম করেন।
এ বিষয়ে কালিহাতী থানায় উপজেলা পাছচারান গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে রুমেল (২২), সুনীল খানের ছেলে স্বাধীন খান (২০), কামার্থী গ্রামের আতিক (২০),মৃত ওয়াহাব খানের ছেলে শাহানুর খান(৫০), মৃত মিজানুর রহমানের ছেলে শাহীন (৫০) কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
/ মোজারলু