নওগাঁয় পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকসহ আক্রান্ত ৪৮
বিশ্ব মহামারী করোনা ভাইরাসে (কভিড-১৯) নতুন করে নওগাঁয় আরও ৪৮ জন আক্রান্ত হয়েছেন।
তাঁদের মধ্যে- দুই পুলিশ সদস্য, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ও দুজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। নতুন রোগীদের নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৬৭৩ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫৫ জন। জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।
জেলার ১১টি উপজেলার মধ্যে- সদরের আটজন, পত্নীতলার দশজন, সাপাহারের দশজন, নিয়ামতপুরের পাঁচজন, ধামইরহাটের পাঁচজন, আত্রাইয়ের তিনজন, মান্দার দুইজন, মহাদেবপুরের একজন এবং পোরশার একজন রোগী রয়েছেন।
শনিবার সকালে নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে এক ই-মেইলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব থেকে ৩৩২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। নমুনা পরীক্ষার মধ্যে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
জেলায় গত ২৩ এপ্রিল রাণীনগর উপজেলায় এক স্বাস্থ্যকর্মী সর্বপ্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত ৬ হাজার ৩৫৭টি নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদরে। এ উপজেলায় ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
/ আজু