নড়াইলে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত
নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলার মধ্যে আক্রান্তের হার লোহাগড়া উপজেলায় সবচেয়ে বেশি, প্রতিদিনই বাড়ছে এখানে আক্রান্তের হার।
এ কারণে নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া উপজেলা প্রশাসনের এক সভায় গত ৮ জুলাই থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত লোহাগড়া পৌরসভাকে আন্ডার আইসোলেশন এর আওতায় রেখে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত গ্রহন করে লোহাগড়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার সদরে ২ জন, লোহাগড়া উপজেলায় ১০ জন ও কালিয়ায় উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে পৌর এলাকার একজনের গতকাল মৃত্যু হয়েছে।
আজ তার রির্পোট পজিটিভ এসেছে। বাকী আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩শত ৭৪ জন করোনায় আক্রান্তের মধ্যে সদরে ১১৫ জন, লোহাগড়ায় ২১৭জন ও কালিয়ায় ৪১ জন।
এর মধ্যে সুস্থ হয়েছে ১১৮ জন এবং ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২৪৮ জন পজেটিভ আছে।
/ শুস