রংপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ৫
রংপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে নগরীর মর্ডাণ মোড়ের পার্শ্ববর্তী মডেল কলেজের গেটে- এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানায়, শনিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের রংপুর মডেল কলেজের গেটের সামনে ডিসকভার ও পালসার মোটর সাইকেল ওভারটেকিংয়ের সময় মুখোমুখি সংঘর্র্ষ হয়। এ সময় একটি চলন্ত বাস ডিসকভার মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে আগুন ধরে যায়।
সেই আগুনে দগ্ধ হয়ে ৫ জন গুরুতর আহত হয়। আহত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, রংপুর নগরীর ডিসির মোড় এলাকার আলমগীর হোসেন (৪৫) ও নগরীর ৩১ নং ওয়ার্ডের পানবাড়ি গ্রামের আরিফুজ্জামান আরিফ মাস্টার (৪৫)।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )শেখ রোকনুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে দগ্ধ ১ জনসহ গুরুতর জখম ও রক্তমাখা অবস্থায় ৪ জনকে উদ্ধার করে পুলিশ।
পরে তাদের চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই মোটর সাইকেল চালকের নাম ঠিকানা পাওয়া গেলেও বাকি ৩ জনই অজ্ঞাত রয়েছে।
/ রাচৌ