সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
সাতক্ষীরার আলিপুর-ভোমরা সড়কে র্যাবের অভিযানে ১ শ ৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ মনিরুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করছে র্যাব।
সে সাতক্ষীরা সদর উপজেলার মাহামুদপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।
রোববার (১২ জুলাই) গভীরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা মাহামুদপুর গ্রামস্থ আলীপুর-ভোমড়া সড়কের মেসার্স ইসলামিয়া নির্মাণ ট্রেডার্স এর সামনে অভিযান চালায়।
এ সময় পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ মনিরুল ইসলামকে ১শ ৩ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে একটি মামলা হয়েছে (মামলা নং-৪৫)।
গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
/ এমডিআআ