দিনাজপুরে বেড়েছে নদীগুলোর পানি : পানিবন্দী দেড় হাজার মানুষ

দিনাজপুরের প্রধান ৩টি নদীর মধ্যে ১টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার ফলে দিনাজপুর জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় হাজারের বেশি মানুষ। পানি বন্দী মানুষরা উচু বাধ ও নিরাপদ আশ্রয় নিয়েছেন।

পুনর্ভবা নদীর পানি বৃদ্ধির ফলে দিনাজপুরের সদর উপজেলার বাঙ্গীবেচা ব্রীজ এলাকা, বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া, লালবাগ, রাজাপাড়ার ঘাট, বিরল মাঝাডাঙ্গা, নতুনপাড়ার দেড়হাজারের বেশি মানুষ পানীবন্দী হয়ে পড়েছে। ওইএলাকাগুলোতে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাব।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মাহাবুব আলম জানান, সকালে জেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্য ২টি নদী পুনর্ভবা ও ছোটযমুনা বিপদসীমা ছুই ছুই করছে। উজান থেকে পানি নেমে আসার ফলে জেলার নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।

দিনের মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে নদীগুলোর পানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে নদীগুলোর পানি কমতে শুরু করবে।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলারপ্রধান ৩টি নদীর মধ্যে ১টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার (১৪জুলাই) সকাল ৯টায় দিনাজপুর শহরের পাশ দিয়ে অতিবাহিত পুনর্ভবা নদী বর্তমানে ৩২দশমিক ৭৮০মিটারে প্রবাহিত হচ্ছে। পুনর্ভবা নদীর বিপদসীমা ৩৩ দশমিক ৫০০মিটার।

জেলার আত্রাই নদীর ৩৯দশমিক ৬৫০মিটার বিপদসীমার বিপরীতে বর্তমানে ৩৯দশমিক ৯৮০মিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এছাড়াও ছোটযমুনা নদীর ২৯দশমিক ৯৫০ মিটার বিপদসীমার বিপরীতে বর্তমানে ২৮ দমশমিক ৯৮০মিটারে অতিবাহিত হচ্ছে।

/ কুআ

Total Page Visits: 304 - Today Page Visits: 1

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares