নড়াইলে ডেঙ্গু জ্বরে পুলিশ কর্মকর্তার মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফ মোস্তফা কামাল (৭৫) মারা গেছেন।
তিনি চাকুরি জীবনে সর্বশেষ খুলনাতে কর্মরত ছিলেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ শাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, মোস্তফা কামাল গত ৯ জুলাই রাত ৯টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
পরের দিন শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে তিনি মারা যান। তবে হাসপাতাল থেকে ডেঙ্গু জ্বরে মৃত্যুর বিষয়টি গতকাল (১৩ জুলাই) রাত ৯টার দিকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, এ বছর নড়াইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো।
পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তফা কামালকে পাঁচুড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
/ শুস