বন্যার পানির স্রোতে সড়ক ভেঙ্গে রানীগঞ্জ দক্ষিণপাড়-রৌয়াইল সড়কে যাতায়াত বন্ধ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাড়-রৌয়াইল সড়কে নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সামনে বন্যার পানির স্রোতে রাস্তা ভেঙ্গে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাঁড়-রৌয়াইল যাতায়াতের একমাত্র চলাচলে রাস্তায় কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে।
সোমবার (১৩জুলাই) সকালে বন্যার পানির স্রোতে রাস্তাটি ভেঙ্গে যায়। নোয়াগাঁও গ্রামের লোকজন মিলে পানি আটকানো চেষ্টা করলেও পানি চলাচল বন্ধ করা সম্ভব হয় নাই।পরে জনসাধারন চলাচলের বাশেঁর সাকু তৈরী করা হয়।
এ রাস্তায় চলাচলকারী হাজার হাজার জনসাধারন বিপাকে পড়েন। বিশেষ করে নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় বেশি ঝুকিঁর মধ্যে রয়েছে। বিদ্যালয়ের পাশ দিয়ে পানি চলাচল করায় পানি স্রোতে বিদ্যালয়ের বড় ধরনের ক্ষতির সম্ভবনা রয়েছে।
নোয়াগাঁও গ্রামের মুরুব্বি হান্নান মিয়া জানান, নোয়াগাঁও গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে। বেশি ঝুঁকির মধ্যে রয়েছে নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশ দিয়ে পানি চলাচল করায় পানি স্রোতে বিদ্যালয়ের বড় ধরনের ক্ষতির সম্ভবনা রয়েছে।
রাস্তা মেরামতের বিষয়ে জানতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার যোগাযোগ করা হলে আলাপ করা সম্ভব হয় নাই।
রাস্তা ভেঙ্গে পানি প্রবেশ করায় গ্রামের অনেক বাড়ী ঘর বন্যা পানিতে তলিয়ে গেছে। রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় রানীগঞ্জ বাজার সহ আশে পাশের বাজারে বাজার খরচের জন্য জনসাধারন যাতায়াত করা সম্ভব হচ্ছেনা। স্থানীয়রা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
/ মোআসা