রংপুরের গংগাচড়ায় মানাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
রংপুরের গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়নের মানাস নদী থেকে ১৪জুলাই সকালে জীবন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,গতকাল দুপুর ১২ টার দিকে কয়েক জন বন্ধু সহ উক্ত নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে জীবনের বন্ধুরা গোসল শেষ করে বাসায় ফিরে আসতে চাইলে সে পরে আসবে বলে জানায়।
পরে জীবন কে রেখে সবাই চলে আসার ঘন্টা খানেক পর সে বাসায় ফিরে না এলে তাকে খোজা খুঁজি করে না পেয়ে আজ ১৪ জুলাই সকাল নয়টার দিকে গংগাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত নদী থেকে মরদেহ উদ্ধার করে।
/ এমএমম