প্রতারক সাহেদকে গ্রেপ্তার করায় তালায় সেভ ওয়াইল্ড লাইফের পক্ষ হতে মিষ্টি বিতরণ
সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করা এবং ভুয়া সনদ দেওয়ার অভিযোগ ৬ জুলাই র্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়।
পরদিন উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদী হয়ে মো. সাহেদকে এক নম্বর আসামি করে মামলা করে। সেই মামলায় ৯ দিন পলাতক থাকার পর গ্রেফতার হলেন মো. সাহেদ।
সেই উপলক্ষে, সাতক্ষীরা জেলার তালা উপজেলা সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের পক্ষ হতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় জনসাধারণরা বলেন যে, সারা পৃথিবীর এই চরম সংকট কালেও এই প্রতারক মানুষের জীবন নিয়ে খেলা করছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে।
এর সঙ্গে যে বা যারা জড়িত আছেন সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তে মুলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানায়। উক্ত মিষ্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন।
সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতির জহর হাসান (সাগর), তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোপীনাথ শীল ও তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল সহ আরো অনেক ।
/ জহাসা