রংপুরে মুজিব বর্ষ বৃক্ষরোপন কর্মসূচী
রংপুরে মুজিব বর্ষ বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরভী উদ্যানে গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
জেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপন অভিযানে রংপুর জেলায় ১ লাখ ৬২ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা লাগানো হবে।
রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেন, বৃক্ষরোপন একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রতি বছর বৃক্ষরোপনের কর্মসূচী করে থাকি কারন জনগণের অংশগ্রহণ মূলক কর্মসূচীর মধ্যে বৃক্ষরোপন সবচেয়ে সফল।
এছাড়া উত্তরাঞ্চলের যেখানে চোখ যায় প্রচুর বৃক্ষ দেখতে পাওয়া যায়। বসতবাড়িতে রাস্তায়, ধান ক্ষেতের আইলে।
প্রধানমন্ত্রীর আহ্বানে এবার প্রত্যেকে ২টি করে গাছ লাগানোর কর্মসূচী গ্রহণ করেছি। রংপুর জেলায় প্রায় ২ লাখ গাছ রোপন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির, সামাজিক বন বিভাগ রংপুর সদরের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
/ রাচৌ