শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
মুজিব বর্ষের আহবান,লাগাই গাছ বাড়াই বন এই শ্লোগানকে সামনে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফকরুল ইসলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগ অধিদপ্তরের আয়োজনে চারঘাট উপজেলায় ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ হাজার ৩শত ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।
চারঘাট উপজেলার নিতাই সাহার মোড় থেকে নন্দনগাছি রাস্তার এক কিলোমিটার রাস্তায় দুই ধারে ফলজ ও বিভিন্ন ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। এসময় বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা বনবিভাগের কর্মকর্তা এবিএম আব্দল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, চারগাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, আবওহাওয়া ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিটি নাগরিকের নিজ নিজ এলাকায় সর্বনি¤œ তিনটি করে গাছ লাগাতে হবে পাশাপাশি এই গাছগুলোকে রক্ষানবেক্ষনের দ্বায়িত্ব নেওয়ার আহŸান জানান।
পরবর্তীতে কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ইউনিয়নে এই বৃক্ষরোপন কার্যক্রম অব্যহত থাকবে।
/ নইবা