তালায় র্যাবের হাতে হাফিজুল নামে এক মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা জেলা তালা উপজেলার, সাহাপুর শিবপুর এলাকা থেকে, আজ (১৮জুলাই) শনিবার র্যাব ৬ এর বিশেষ অভিযানে, আশাশুনি উপজেলা, ফকড়াবাজ গ্রামের লতিফ আলীর পুত্র মোঃ হাফিজুর রহমান( ৩২) নামে এক মাদক ব্যবসায়ী গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ৬খুলনা সূত্রে জানা যায় যে , গোপন সংবাদের ভিত্তিতে, সাতক্ষীরা জেলা তালা উপজেলা সাহাপুর শিবপুর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীকে ৮ শত ৯০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভাগীয় কার্যালয় নেওয়ার পর, জিজ্ঞাসাবাদ শেষে, মাদক ব্যবসায়ীকে তালা থানায় প্রেরণ করা হয়েছে।
সূত্র মতে জানা গেছে ,মাদক ব্যবসায়ী হাফিজুর তালা উপজেলার সাহাপুর বাজারে রমজান ডেকোরেশন এর বাসায় ভাড়া থেকে, এই এলাকায় রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল, এলাকার সাধারণ মানুষ ধারণা করেন, ওর সাথে আরও বড় বড় মাদক ব্যবসায়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
বিষয়টি অনুসন্ধানে রমজান ডেকোরেশনের বাসায় যেয়ে জানা যায়, তার বাসায় ভাড়া থাকতো কিন্তু সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা তৎমর্মে কোন তথ্য বাসা মালিকপক্ষ দিতে পারেনি।
এলাকার সচেতন মহল মনে করেন, এ মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে এলাকার মাদক ব্যবসায়ীর গডফাদারকে চিহ্নিত করা সম্ভব হবে।
এ বিষয়ে ওসি তালা মেহেদি রাসেল জানান, র্যাব ৬খুলনা থেকে মাদক ব্যবসায়ী হাফিজুর কে থানায় প্রেরণ করেছেন।
মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা করার প্রস্তুতি চলছে মামলা শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
/ জসাহা