মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি করোনামুক্ত
জেলা প্রতিনিধি, নড়াইলনভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিতলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার স্ত্রী সুমনা হক সুমি।
তৃতীয়বারের নমুনা পরীক্ষার তার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে গতকাল ১৭ জুলাই, শুক্রবার সুমনা লিখেন, ‘রিপোর্ট নেগেটিভ।
আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য যারা দোয়া করেছেন।’
এর আগে দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় সুমির ফলাফল ‘পজিটিভ’ আসলে তার পরিবারে উদ্বেগ বাড়ে।
স্ত্রীর সুস্থতার জন্য তখন দেশবাসীর দোয়াও কামনা করেন মাশরাফি।
অবশেষে তৃতীয় দফার ফলাফলে তিনি করোনামুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাদের পরিবার।
বেশ কিছুদিন আগে মাশরাফি-সুমনার পরিবারে হানা দেয় করোনাভাইরাস।
জুনের মাঝামাঝি সময়ে প্রথম করোনায় আক্রান্ত হন সুমনার মা হোসনে আরা সিরাজ।
এরপর মাশরাফির শরীরে করোনা শনাক্ত হয়।
পরে মাশরাফির ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকের নমুনা পরীক্ষায়ও এ ভাইরাসটি ধরা পড়ে।
আক্রান্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর প্রথম করোনামুক্ত হন মাশরাফির শাশুড়ি।
এরপর গত ১৪ জুলাই তৃতীয় দফার ফলাফলে জানা যায়, মাশরাফি ও ছোট ভাই মোরসালিন সুস্থ হয়ে উঠেছেন।
এরপর গতকাল সুস্থ হয়ে উঠলেন সুমনা।
/ শুস
Pingback: প্রকৃতি যেন অপরুপ সাজে সেজেছে: এক গোধূলি বেলা - দ্যা বাংলা ওয়াল