রংপুরে বজ্রপাতে আদিবাসী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু
রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের উত্তর শেখপাড়া আদিবাসী এলাকায় রোববার সকালে বজ্রপাতে সাধন পাহান (১০) নামে এক আদিবাসী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত সাধন ওই এলাকার বাবু রাম মিঞ্জির বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বাড়ির পাশে জমিতে মাছ ধরার জন্য বড়শি ফেলে রাখে সাধন ও তার দুই বন্ধু।
রোববার সকাল ৭টার দিকে তারা তিনজন ওই বড়শি তুলতে সেখানে যায়।
এ সময় বজ্রবৃষ্টি শুরু হলে বাকি দুজন বাড়িতে ফিরে আসে।
তবে সাধন সেখানেই অবস্থান করছিল।
পরে তাদের কাছ থেকে সাধনের সেখানে অবস্থানের বিষয়টি শুনে পরিবারের লোকজন গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন বলে জানান তিনি।
/ রাচৌ