বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবা বিক্রেতা গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে মনির সেখ (৩৮) নামের এক ইয়াবা বিক্রেতাকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মোতালেব সেখের ছেলে।
শনিবার বিকালে মাদক বিক্রেতা মনির শেখকে রামদিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর-মোহাম্মদ সঙ্গীয় ফোর্স রামদিয়া বাজার এলাকার রান্নুর মেহগনি বাগানে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ মনির সেখকে গ্রেফতার করে।
এঘটনায় এসআই নুর-মোহাম্মদ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
রোববার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
/ আই