ছেলের হাতুড়ি পেটায় মায়ের মৃত্যুর ঘটনার হোতা সেই পাষন্ড ছেলে আটক
নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতুড়ি পেটায় মায়ের করুন মৃত্যুর ঘটনার হোতা সেই পাষন্ড ছেলেকে আটক করেছে পুলিশ।
আটক সাব্বির (২৫) উপজেলার মঙ্গলহাটা গ্রামের নির্মান শ্রমিক আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
রোববার সকালে অভিযান চালিয়ে লোহাগড়া থানার এসআই অনিল মুখার্জি তাকে মঙ্গলহাটা এলাকা থেকে আটক করে।
জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুর রাজ্জাক মোল্যার মানসিক ভারসাম্যহীন ছেলে সাব্বির মোল্যার সাথে পারিবারিক বিষয় নিয়ে গত ১৪ জুলাই (মঙ্গলবার) মা আসমা বেগম ওরফে চম্পা (৪৬)’র মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছেলে সাব্বির অতর্কিত ভাবে হাতুড়ি দিয়ে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের অপর ছেলে কায়েম মোল্যা বাদী হয়ে সাব্বিরের নামে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১৬।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আসামী সাব্বিরকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
/ শুস