বোয়ালখালীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক ২
চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছেন থানা পুলিশ।
১৯ জুলাই (রবিবার) রাতে উপজেলার খরনদ্বীপ কেরানী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সশস্ত্র ডাকাতদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী বন্দুক, ২ রাউন্ড কার্জূজ, ১টি বড় রামদা, ২ টি ছোরা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, আব্দুল হালিম প্রকাশ লালা (২৮),পিতা- মৃত নুরুল ইসলাম, লোহাগড়া উপজেলার অজির ভিটা ৮ নং ওয়ার্ড, অলী মাষ্টার বাড়ী। অপরজন কামরুদ্দিন সবুজ (৩০) পিতা- অলী আহাম্মদের ছেলে, পটিয়া উপজেলার হুলাইন অলী ড্রাইভারের বাড়ী।
অভিযান সূত্রে জানা যায়, থানার এসআই আরিফুর রহমান, এসআই সুমন কান্তি দে, এসআই নেছার আহমদ, এএসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই সামছুদ্দোহা সহ সংগীয় ফোর্সের সহায়তায় বোয়ালখালী থানাধীন খরনদ্বীপ এলাকার কেরানী বাজার খীলফরফরিতলা ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উত্তরে গাছ বাগানের ভিতর এলাকায় ডাকাতি প্রস্তুতির উদ্দেশ্য সমবেত হওয়ার সময় গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করলেও ডাকাতদলের অপর সহকারিরা পালিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, ধৃত ডাকাত দের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি পৃথক ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
/ ইবা