রংপুরে পৃথক পৃথক অভিযান ইয়াবা-গাঁজা উদ্ধারসহ আটক ২
রংপুরে পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবককে গ্রেফতার করেন মহানগর পুলিশ। তাদের কাছে থেকে ৫শ’ গ্রাম শুকনো গাঁজা ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
আটককৃতরা হলেন-নগরীর রামপুরা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে শাহাজান মিয়া ওরফে শাহ আলম (৩০) ও মাহিগঞ্জের বীরভন্দ্র বালাটারীর মোহাম্মদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩২)।
সোমবার (২০ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৯ জুলাই) নগরীর কেল্লাবন্দ এলাকার চৌধুরী আইস্ এ্যান্ড কোল্ড ষ্টোরেজ এর ভিতর থেকে ৫ হাজার মূল্যের ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ শাহাজান মিয়া ওরফে শাহ আলমকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি ছোট পাল্লা (পরিমাপক যন্ত্র) ও মাদক বিক্রয়ের নগদ অর্থ ২ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
একই দিন রাতে নগরীর সাতমাথা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া অভিযানের সময় অপর আসামী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
উত্তম প্রসাদ আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতয়ালী ও মাহিগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও সহযোগি আসামীদের আটকের অভিযান অব্যহত রয়েেছে।
/ রাচৌ