শাহাজাদপুর ও রায়গঞ্জে র্যাবের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও চোলাইমদ সহ আটক ৩
সিরাজগঞ্জের শাহাজাদপুর থানাধীন বদিউল আলম ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার উপর রায়গঞ্জ থানাধীন ৫নং চান্দাইকোনা ইউনিয়ানের শিমলাপূর্বপাড়া গ্রামে র্যাব-১২ সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পৃথক পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ও ২১ লিটার চোলাইমদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার তালগাাছি গ্রামের মৃত-হারুন-অর-রশিদের ছেলে আমিদুল ইসলাম (৩৮), একই জেলার সদর থানার কালিয়াকান্দাপাড়া গ্রামের মৃত-আয়েজ উদ্দিনের ছেলে আনিস (৬৬) ও আঃ মজিদ সরকারের ছেলে সোহান (২১)।
সোমবার (২০ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) ২ ঘটিকা হইতে ৬ ঘটিকা পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বদিউল আলম ফিলিং ষ্টেশনের সামনে ৩০ পিস ইয়াবাসহ ১ ও রায়গঞ্জ থানাধীন শিমলা পূর্বপাড়া গ্রামে ২১ লিটার চোলাইমদসহ ২ জনকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট হইতে মাদক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ৪টি সিমকার্ড উদ্ধার করা করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সরনীর ১০ (ক)/ ২৪(খ) ধারায় পৃথক ২টি মামলা দায়ের এবং তাদেরকে স্ব-স্ব- থানায় হস্তান্তর করা হয়।
/ মোমই