দেশব্যাপীআইন- আদালতশিরোনামসর্বশেষসব খবর

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি লং-ভেইকেলের চাপায় ঘটনা স্থলেই দু’জন পথচারী ও পরে চিকিৎসাধিন অবস্থায় ২ জন সহ মোট ৪ জন নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে নাটোর-বন-পাড়া মহাসড়কের খালকুলায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে পাশে দড়ীয়ে থাকা নসিমন সহ পাঁচজন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই-তাড়াশের কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২) ও শাহজাদপুড় থানার তালগাছি গ্রামের আলতাফ আলীর ছেলে মানিক মিয়া (৩২) নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে হাসপাতালে পাঠালে-উল্লাপাড়ার সিমলা গ্রামের  মিলন হোসেন (২৭) ও তাড়াশের কালুপাড়া গ্রামের আলহাজ্ব আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারাযায়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটিকুমরল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী উদ্দিন জানান,দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দমকল বাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে লাশ দু’টি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

/ মোমই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *