সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১২
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজার ব্যারিষটার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর র্যাব-১২ সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকৃত হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা কলেজ পাড়া গ্রামের মৃত-সামিদুল সরকারের ছেলে সাগর সরকার (২৩)৷
মঙ্গলবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান৷
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার (২০ জুলাই) ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজার ব্যারিষটার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়৷
এ সময় তাহার নিকট হইতে মাদক কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সিম উদ্ধার করা হয়।
পরে আটকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়।
/ মোমই