দেশব্যাপীআইন- আদালতশিরোনামসর্বশেষসব খবর

শার্শা সীমান্তে ফেনসিডিলসহ গ্রেপ্তার-৩

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, শার্শা উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের

মৃত চাঁদ আলীর ছেলে জিয়ারুল (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২)।

শার্শায় উপকারভোগীদের মাঝে টাকা ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ করিম বাগআঁচড়া এমআরবি ভাটার সামনে

পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ আলমগীরকে গ্রেপ্তার করে।

এএসআই মাসুম বিল্লাহ শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩ বোতল ফেনসিডিলসহ জিয়ারুলকে গ্রেপ্তার করে।

মৎস্য সপ্তাহে শার্শায় মাছের পোনা অবমুক্তকরণ

এসআই ফারুক হোসেন চুরি মামলায় নাভারণ বাজার এলাকা থেকে সাঈদ আনোয়ারকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

/ মোজাহো

http://shopno-tv.com
Shopno Television

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *