দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

যশোরে রাইস কুকারে অস্ত্র গুলি বহনের সময় পিতা-পুত্র আটক

যশোরে রাইস কুকারে অস্ত্র গুলি বহনের সময় পিতা-পুত্র আটক

যশোর সদরের পাগলাদহ গ্রামের একটি বাড়ির রাইস কুকারের ভিতর থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও

একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ।

এ ঘটনায় দুই ছেলে ও  পিতাকে আটক করা হয়।

যশোর ২৫০ শয্যা হাসপাতালে নমুনা

সদর উপজেলার পাগলাদহ গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে অস্ত্রগুলি উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো পাগলাদহ গ্রামের হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মোহাম্মদ জিন্নাহ (৩০)।

শনিবার  প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আশরাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি।

ভুয়া সচিব কিবরিয়া স্ত্রীসহ যশোরে আটক

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান ও

পুরাতন কসবা পুলিশের ইন্সপেক্টর মিজানুর রহমান মৃধার নেতৃত্বে এসআই সুকুমার কুন্ডু, এএসআই শফিকুল ইসলামের একটি দল

পাগলাদহ গ্রামে হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়।

এ সময় তাদের ঘরের মধ্যে রাইস কুকারের ভিতর রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ঘটনা সাথে জড়িত সন্দেহে পিতা ওই দুই ছেলেকে আটক করা হয়েছে।

/ বিহো

http://shopno-tv.com

যশোর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Billal Hossain 01717127716 Father’s Name : Md. Jalal Laskar Mother’s Name: Mist. Shanaj Begum Present Address: Vill: Churamonkati, PO: Churamonkati, PS: Sadar, Dist: Jessore. DoB: 16-11-1987 Education: HSC billalspandan24@gmail.com NID: 914 921 0065 Blood Group: A+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *