দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

চলে গেলেন প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী

খোকসা টু কুষ্টিয়া বাসিকে কান্দিয়ে চলে গেলেন প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী 

চলে গেলেন কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারীকুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক

ওয়ালিউল বারী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত কাল সন্ধ্যা সাড়ে ৬টায় মজমপুরস্থ নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ৷

বিদ্যুৎতায়িত হয়ে প্রাণ গেল কিশোরের

প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যাসন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহাবুব রহমান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, খোকসার রিপোর্টারস ইউনিটের সভাপতি এ‍্যাডভকেট

সিরাজ পরামানিক ও সহ সভাপতি কেএমতোফাজ্জল হোসেন (জুয়েল) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

আশি ও নব্বইয়ের দশকে তার সম্পাদনায় প্রকাশিত ইস্পাত পত্রিকা কুষ্টিয়ার সবচেয়ে প্রভাবশালী সাপ্তাহিক হিসেবে পরিচিতি লাভ করে।

দীর্ঘ জীবনের সাংবাদিকতার কারণে এই অঞ্চলের মানুষের কাছে তার পরিচিতি ব্যাপক।

চারঘাটে পদ্মা তীরবর্তী এলাকায় বাধে ফাটল, বিলীনের মুখে মসজিদ বসতঘরবাড়ি

ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে ‘স্বাধীন বাংলা’ নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয়।

এর আগে ১৯৬৪ সালের দিকে তিনি ‘সাপ্তাহিক মশাল’ নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর ‘পাক্ষিক সমীক্ষা’ পত্রিকার প্রকাশক ছিলেন তিনি৷

‘ইস্পাত’ বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় ‘মাসিক ইস্পাত’ পত্রিকা চালু থাকে।

যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল।

পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি

১৯৭৫ সালের ১৭ নভেম্বর ‘ইস্পাত’ পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকে উন্নীত হয়ে প্রকাশিত হয়।

সাংবাদিকতার পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

/ কেএমতোহোজু

http://shopno-tv.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *