নড়াইলে করোনা চিকিৎসায় সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ
নড়াইলে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে এপেক্স ক্লাবের পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে করোনা চিকিৎসার সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সদরে মহিশখোলা এক্সপ্রেস ফাউন্ডেশনের অফিসে এসব সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সাধারন মানুষের চিকিৎসা যাতে আরও ভাল ভাবে করতে পারে এ জন্য এপেক্স ক্লাব এক্সপ্রেস ফাউনডেশনকে পিপিই, নেবুলাইজার এবং মাস্ক বিতরণ করা হয়।
বেনাপোলে টায়ার এর মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল
এসময় এপেক্স ক্লাবের কর্মকর্তা এ্যাডঃ শওকত আলী পিন্টু, আসাদুজ্জআমান শাহীন, আবু সাইদ, আজিজুর রহমান, নাফিজ খান রোহান, আবিদুর রহমান রিকুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম অনিক, সাধারন সম্পাদক নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন,
মুজিববর্ষে ইবিতে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন
কোষাধক্ষ মীর্জা নজরুল ইসলাম, এমএম কামরুল আলম, হুমায়ন আমির বাবু, মোঃ ফারুক হোসেন, লুৎফুল আলম সজল,
সোহানুর রহমান, হায়দার আপন, মোঃ জিল্লুর রহমান রনি, মোঃ রবিউল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
/ শুস
