বন্যা এলে চরের মানুষ আনন্দ যাই ভুলে
বন্যা এলে চরের মানুষ
আনন্দ যাই ভুলে
ভাঙ্গা গরার জীবন মোদের
পাই না তো সুখ খুঁজে।
যশোরে নতুন ৫৪ জনের করোনা শনাক্ত
নদী মাতৃক এদেশ মোদের
নদীই চারিদিক
ধৈর্য্য ধরে জীবন গড়ি
এক আল্লাই মালিক।
বেনাপোলে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার ও মাস্ক বিতরণ
বর্ষা কালে ভাঙ্গে বাড়ি
গ্রীষ্মে মরুভূমি
এমনই করে যুদ্ধ করি
আমরা চরের বাসি।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের মহড়া কুষ্টিয়ার খোকসায়
বন্যা এলে চরের মানুষ
আনন্দ যাই ভুলে
ধান ভুট্টা কুমড়া বাদাম
আমরাই চাষ করি
ন্যায্য দাম পাইনা তবু
স্বপ্নের জীবন গড়ি।
(সংক্ষিপ্ত)
মোঃ মনিরুজ্জামান মনির
(৩১ জুলাই ২০২০)
Pingback: নড়াইলের রূপগঞ্জ বাজারে লকডাউন : ব্যবসায়ীদের বিক্ষোভ - দ্যা বাংলা ওয়াল