দেশব্যাপীরাজনীতিজীবনশৈলীসব খবর

শার্শায় ৮৭০০ জন বিভিন্ন পেশার পেলেন আর্থিক অনুদান

চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল হতে ‘শ্রমিক অনুদান’ এর অর্থ পেয়েছেন যশোরের শার্শায় ৮৭০০ জন বিভিন্ন

পেশার শ্রমিকরা যার পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় প্রধানমন্ত্রীর নিকট শ্রমিকদের অনুদানের তথ্যাদি পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হতে প্রত্যেক শ্রমিকদের মোবাইলে অনুদানের অর্থ দুই হাজার ৫০০ টাকা করে পাঠানো শুরু হয়।

ঈদের আগে এই টাকা হাতে পেয়ে আনন্দে আত্মহারা এসব শ্রমিকরা।

বেনাপোলে টায়ার এর মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন এই মহামারীতে সারা দেশে

বিভিন্ন শ্রেণী পেশার লোকদের আর্থিক অনুদান দিয়েছেন।

শার্শা উপজেলার ৮৭০০ জন বিভিন্ন পেশার শ্রমিকদেরও তিনি যথাযথভাবে মূল্যায়ন করে অনুদানের আওতায় এনে এই অনুদান প্রদান করছেন।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি : ২২৭) বেনাপোল শাখার শাখা সম্পাদক মনির হোসেন বলেন,

আমাদের বেনাপোল শাখায় ২১২ জন শ্রমিক আছেন।

ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৫১টি পিকআপ ভ্যান

শার্শায় ৮৭০০ জন বিভিন্ন শ্রমিক অনুদানের অর্থ মোবাইলের মাধ্যমে পেয়েছেন।

দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহযোগিতাকে ধন্যবাদ জানাই।

গত ঈদুল ফিতরের পূর্বেও করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদেরও প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে অনুদান প্রদান করা হয়।

/ মোজাহো

http://shopno-tv.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “শার্শায় ৮৭০০ জন বিভিন্ন পেশার পেলেন আর্থিক অনুদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *