দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

২ ভিকটিম উদ্ধার ও শার্শায় অপহরনকারী আটক

শার্শায় অপহরনকারী আটক ও ২ ভিকটিম উদ্ধার উদ্ধার করেছে র‌্যাব যশোরের সদস্যরা।

যশোরের শার্শায় উপজেলার কুচেমোড়া থেকে অপহরনকারী খালিদ হাসান সান্টুকে (৪০) আটক ও জিম্মি হওয়া বদিউজ্জামান মন্ডল (৩৩) ও

শেখ শাহ জালাল (৩৪) নামে ২ ভিকটিম উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

আটক খালিদ হাসান সান্টু শার্শার বড়বাড়িয়া পানবুড়ি গ্রামের কোরবান আলীর ছেলে।

উদ্ধার হওয়া বদিউজ্জামান মন্ডল গাইবান্ধা জেলার সাঘাটা থানার পালপানি মন্ডল পাড়ার গোলাম মোস্তফা মন্ডলের ছেলে এবং

শেখ শাহ জালাল সাতক্ষীরা জেলার সদর থানার ইটগাছা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

বেনাপোলে টায়ার এর মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল

যশোর র‌্যাব-৬ সুত্র জানান, কয়েকদিন আগে শার্শার বড়বাড়িয়া পানবুড়ি গ্রামের খালিদ হাসান সান্টু ওই দুইজনকে

কুচেমোড়া এলাকার খালিদ বেভারেজ প্রাঃ লিঃ ফ্যাক্টরীর পশ্চিম উত্তর কর্নারে একটি তিনতলা বাড়ির দোতলা ভবনে জিম্মি করে মোটা অংকের চাঁদা দাবি করে।

চাঁদার দাবিতে খালিদ হাসান সান্টু ওই দুই যুবককে মারধর করে।

এমনকি তাদের হাত পায়ের নখ উপড়ে ফেলে।

অপহরণের খবর পেয়ে শুক্রবার (৩১ জুলাই) রাত ৯ টার দিকে বর্তমান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে

অভিযান চালিয়ে জিম্মি হওয়া দুইজনসহ অপহরণকারীকে আটক করা হয়।

বেনাপোলে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার ও মাস্ক বিতরণ

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সরোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন,

অপহরনকারী খালিদ হাসানকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে চাঁদার দাবিতে এবং কৌশলে জিম্মি করার অপরাধে থানায় মামলা হয়েছে।

বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত : অস্ত্র-গুলিসহ ছোট ভাই আটক

এদিকে একটি সূত্রে জানা গেছে, অপহরণকারী খালিদ হাসান বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে কাঁচামাল আমদানি করে থাকে।

ব্যবসা বাণিজ্যের লেনদেন সংক্রান্ত বিষয়ে অপহরণের ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করেন।

অল্প কয়েকদিনে লাখ লাখ টাকার মালিক বনে গেছে খালিদ হাসান।

/ মোজাহো

http://shopno-tv.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

3 thoughts on “২ ভিকটিম উদ্ধার ও শার্শায় অপহরনকারী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *