দেশব্যাপীরাজনীতিশিরোনামসর্বশেষসব খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বশেষ কমিটি হয়েছিলো ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারিতে।

দীর্ঘ সাড়ে চার বছর পর অবশেষে হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি।

ইতিমধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক টিম (ক) জাবি ছাত্রদলের পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে।

ছাত্রদলের একাধিক সুত্রে জানা যায়; শীঘ্রই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হবে।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে তিন মাসের মধ্যে কাউন্সিলের আয়োজন করে পূর্ণাংগ কমিটি গঠন করতে হবে।

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক ব্যবসায়ী গ্রেফতার : র‌্যাব-১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও

সাংগঠনিক টিম(ক) এর টিম লিডার হাফিজুর রহমান হাফিজ বলেন;

আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

৩১ সদস্যের আহব্বায়ক কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি।

শীঘ্রই কমিটি দিতে পারবো বলে আশা রাখছি। উক্ত কমিটিতে কারা মূল্যায়ন পাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন;

আমরা যাচাই-বাছাই করে বিগত দিনের আন্দোলন সংগ্রামের সক্রিয় মেধাবী ছাত্রনেতাদের দিয়েই কমিটি গঠন করবো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি প্রসঙ্গে জানতে চাইলে জাবি ছাত্রদলের সহ সভাপতি নবীনুর রহমান নবীন বলেন;

বিগত সময়ের ত্যাগী; নির্যাতিত; কর্মীবান্ধব; যোগ্য ; মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাদের আসন্ন কমিটিতে মূল্যায়ন করা হোক।

পালালেন স্ত্রী ও স্বজনরা : সাভারের করোনায় যুবকের মৃত্যু

কমিটি প্রসঙ্গে জাবি ছাত্রদলের সহ সভাপতি শাহরিয়ার শিমুল বলেন;

একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ের চার বছরের শীর্ষ পদে থাকার পরেও আগের কমিটির শীর্ষ নেতৃবৃন্দ যখন আবারও

পদপ্রত্যাশী হয়ে মাঠে নামেন সেটা গোটা ইউনিটের জন্য দূর্ভাগ্যজনক।

এখন সময় নতুন রক্তের; সময় এখন নতুন মুখেদের। তাদের নেতৃত্বগুণ বিকাশের সুযোগ করে দিয়ে শীর্ষ পদধারীদের নিজে থেকেই সরে যাওয়া উচিত বলে মনে করি।

জাবি ছাত্রদলের ১ নং যুগ্ম সম্পাদক ও মুজিব হলের যুগ্ম আহবায়ক মোঃ ইসরাফিল চৌধুরী সোহেল বলেন; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ তৃণমূল থেকে গড়ে উঠা জাতীয়তাবাদী ছাত্রদলের দক্ষ নেতৃত্ব।

মোংলায় আহত গৃহবধু রুপা বেগমের অবস্থা সংকটাপন্ন

সাংগঠনিক টিমের সাথে মতবিনিময় সভায় আমরা আমাদের কাংখিত সংগঠনের চিত্র তুলে ধরেছি। আমি বিশ্বাস করি শ্রদ্ধেয় নেতৃবৃন্দগণ দলের প্রতি বিশ্বস্ত;

বিগত দিনে রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে ও এই অগণতান্ত্রিক সরকার বিরোধী

আন্দোলনে নেতৃত্ব দিতে সক্ষম এমন ছাত্রনেতাদের সমন্বয়ে গঠন করা হবে।

কমিটির বিষয়ে আল বেরুনী হলের যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম বলেন;

২০১২ সালে হল কমিটিতে পদ পাওয়ায় ছাত্রলীগ মেরে হল থেকে বের করে দেয়।

সেই ১ম বর্ষ থেকে সক্রিয় ভাবে ছাত্রদলের রাজনীতি করে যাচ্ছি ।

আসন্ন কমিটিতে সদস্য সচিব প্রার্থী হয়েছি। আশা করি দল আমার ত্যাগের মূল্যায়ন করবে।

দেহ ব্যবসার মুল হোতা সাবেক চেয়ারম্যানের স্ত্রী বেবী আটক

এছাড়াও জাবি ছাত্রদলের সহ সভাপতি ফয়সাল হোসেন; সহ সভাপতি মিজানুর রহমান রনি; সহ সভাপতি ইব্রাহীম খলিল বিপ্লব; যুগ্ম সম্পাদক জহির উদ্দিন মুহাম্মদ বাবর; যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক; শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহবায়ক আফফান আলী; শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক রোমান রাশিদুল; বংগবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান; হুমায়ুন হাবিব হিরন; মওলানা ভাসানী হলের ছাত্রনেতা মেহেদী হাসান প্রিন্স; আল বেরুনী হলের ছাত্রনেতা এস এম শফিকুল ইসলাম; বংগবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাইফ আল হাসান; মীর মশাররফ হোসেন হলের ছাত্রনেতা ইকবাল হোসেন; সাইফুল ইসলাম আল আমিন; তাজুল ইসলাম; শহীদ সালাম বরকত হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল; মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কে এম রিয়াদ এর কথা শোনা যাচ্ছে।

/ মোইহো

http://shopno-tv.com

emranhossen360@gmail.com

MD. IMRAN HOSSAIN 70/1, Ganda, Savar, Dhaka-1230 Cell: +8801515202960, +8801676936016 E-mail: emranhossen360@gmail.com Father’s name : Khondakar Mohiuddin Mother’s name : Josna Begum DOB: 13 January 1997 NID: 10951764123 Blood Group: A + Education: Diploma-In-Engineering Electrical

One thought on “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *