বোয়ালখালীতে মিনি বাসে উল্টে নিহত ১, আহত ৭
বোয়ালখালীতে মিনি বাসে উল্টে আবদুল রাজ্জাক (৪২) নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৭ জন।
৫ আগস্ট (বুধবার) সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কে কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আবুল মজিদের ছেলে।
তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যু
তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীতে তার শ্বশুর বাড়িতে থাকতেন।
আহতরা হলেন- বোয়ালখালীর ইউনুচ ড্রাইভারের ছেলে মোহাম্মদ শফি (২৬), ফজলুর কাদেরের ছেলে মোহাম্মদ কাইয়ুম (২৪),
মো. মোক্তার হোসেনের স্ত্রী নাহিদ ফারজানা (২৭), ফুলতলার আজিজুল হকের স্ত্রী নাজনীন আক্তার (২০),
রাউজানের নোয়াপাড়ার প্রবীণ বড়–য়ার ছেলে রুকন বডুয়া (২১), নজরুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (২০)
বন্ধ করে দেয়া হয়েছে যশোরের অবৈধ ল্যাবজোন হসপিটাল
ও ফরহাদ হোসেনের স্ত্রী পলি আক্তার।
মিনি বাসটি গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে যায়।
বোয়ালখালীতে মিনি বাসে উল্টে এতে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
বলে জানান বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম।
/ ইবা
