জীবনশৈলীদেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসব খবরসর্বশেষ

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙ্গন রোধে মানববন্ধন

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙ্গন রোধে হাজারো মানুষের মানববন্ধন 

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে ১০ গ্রামের হাজার হাজার লোক মানববন্ধন করেছেন।

লক্ষীটারী ইউনিয়নের ইচলী গ্রামে এসকেএস বাজার সংলগ্ন ব্রিজের উপর ও রংপুর হতে বুড়িমারী স্থল বন্দর সড়কে

মঙ্গলবার কয়েক হাজার লোকের দীর্ঘ লাইনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী,

সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল হোসেন আশরাফী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,

ইউপি সদস্য আব্দুল মোন্নাফ, ব্যবসায়ী দুলাল মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ তিস্তায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিগন।

বক্তাগন শেখ হাসিনা সেতু হতে শংকরদহ ও ইচলীচর হয়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা পর্যন্ত

প্রায় ৫ কিলোমিটার বাঁধ নির্মাণের দাবি জানান।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা কুষ্টিয়ার সাংবাদিকরা পেলেন

কারণ  যে তিস্তার পানি আবার বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে জোরা ব্রিজ ও বুড়িমারী স্থল বন্দর সড়কে ভাঙন দেখা দিয়েছে।

ইতিমধ্যে ব্রিজের পাশে ব্লক পিচিং বিলিন হয়ে গেছে। হুমকিতে পড়েছে ব্রিজটিসহ বুড়িমারী সড়ক।

ভাঙন রোধ করা না গেলে যে কোন সময় ব্রিজ ও সড়ক ভেঙে যাবে।

ফলে বুড়িমারী স্থল বন্দরের সাথে রংপুর শহর তথা দেশের যোগাযোগ বিছিন্ন হয়ে যাবে। রক্ষা করা যাবেনা শেখ হাসিনা সেতু।

এছাড়া এবারের কয়েক দফার ভাঙনে শংকরদহ গ্রামটি বিলিন হয়ে গেছে।

নওগাঁর মহাদবেপুর উপজেলায় মরিচ ক্ষেতে গাঁজার চাষ!

পশ্চিম ইচলীর অর্ধেক গ্রাম বিলিন হয়েছে।

বিলিন হয়েছে প্রায় ৬ শতাধীক পরিবারের ঘর-বাড়ি, আশ্রয়ন গ্রাম, আবাদী জমি, গাছ, বাঁশ, ভেঙে গেছে রাস্তা ও

বিভিন্ন রাস্তার ব্রিজ।চরের মানুষজনের চলাচল সমস্যাসহ বাড়ি ভাঙা পরিবার গুলো আশ্রয়হীন হয়ে আছে।

হাফেজিয়া মাদরাসা, শংকরদহচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিনবিনা পাকা রাস্তাসহ কয়েকটি পরিবার বিলিন হয়েছে।

নির্মিত বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে। মানুষজন পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজে কঠোর সমালোচনা করে বলেন,

ভেঙে যাওয়ার পর তারা লুটপাটে নামমাত্র কাজ করে।

কাজ শেষ না হতেই বা চলমান থাকায় অবস্থায় আবার ভেঙে যায়।

তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসুচি মানববন্ধনে ঘোষনা দেওয়া হবে এবং

এদিকে রাস্তা ও ব্রিজ রক্ষার্থে গঙ্গাচড়া এলজিইডি কর্তৃপক্ষ বস্তায় বালু ভরে ভাঙন কবলিত এলাকায়

ফেলাচ্ছে বলে জানান উপসহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ প্রতিনিধিকে জানান,

জরুরী ভিত্তি ভাঙন রোধে এলজিইডি ব্যবস্থা নিয়েছে।

তবে তিনি উপজেলা পরিষদ থেকে ব্যবস্থা নিবেন এবং পানি উন্নয়ন বোর্ডকে

ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করেছেন বলেও জানান তিনি। 

/ রাচৌ

http://shopno-tv.com

গঙ্গাচড়া (রংপুর) করেসপনডেন্ট

Md Moniruzzaman 01736688726 ,01826979540 Email: monir96126@gmail.com B+

One thought on “রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙ্গন রোধে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *