দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনায় তলিয়ে যাচ্ছে শার্শা

যশোর পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনায় ক্রটিপূর্ণ স্লুইজ গেট নির্মানের কারনে।

ভারতের সীমান্তবর্তী ইছামতি নদীর জোয়ারের পানিতে যশোরের শার্শার দক্ষিনাঞ্চলের ৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে পানির নিচে। উত্তর শার্শায়ও ঢুকে পড়েছে ভারতের উজানের পানি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন যশোর পানি উন্নয়ন বোর্ড ৮ টি উপজেলার মধ্য ভবদহ নিয়ে ব্যস্ত।

অথচ ইছামতির জোয়ারের পানি শার্শার রুদ্রপুর ও পুটখালির খলশী খাল দিয়ে প্রবেশ করে

শার্শা ও ঝিকরগাছার বিস্তীর্ন অঞ্চল প্লাবিত করছে। উপজেলায় ৩টি স্লুইজ গেট থাকলেও তার কোনো খালাসী নেই, নেই নজরদারী।

শার্শা উপজেলার পুটখালী, গোগা, উলাশী, বাগআঁচড়া ও কায়বাসহ ৫টি ইউনিয়নের প্রায়

৩ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে।

তালায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় এক সেবিকার মৃত্যু

ইছামতির সাথে সংযুক্ত রুদ্রপুর ও খলসী খালে ক্রটিপূর্ণ সøুইজগেট নির্মানের ফলে ভারতের ইছামতি নদীর

পানিতে এলাকা প্লাবিত হচ্ছে বলে চাষিদের অভিযোগ।

ইছামতির পানি ঠেকাতে রুদ্রপুর খালে দু’টি ও খলশী খালে একটি ¯øুইজগেট নির্মান করা হয়েছে।

কিন্তু ক্রুটিপূর্ণ থাকায় তা কোনো কাজে আসছেনা।

ফলে ঐ খাল দু’টি দিয়েই ভারতের পানি ঢুকে শার্শার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করছে।

কয়েকজন চাষি জানান, রুদ্রপুর ও খলশী খালে পাম্পসহ স্বয়ংক্রীয় গেট নির্মাণ করলে

এর স্থায়ী সমাধান হবে এবং চাষীরা বারোমাস ঘরে ফসল তুলতে পারবে।

নাগরপুরে জাতীয় শোক দিবসের সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, ৫টি ইউনিয়নে চলতি মৌসুমে ২০ হাজার ১৩১ হেক্টর জমিতে ফসল লাগানো হয়েছে।

এতে ভারতের উজানের পানিতে ২ হাজার ৯ শ’ ৭০ হেক্টর জমির ধান পাট তরিতরকারিসহ সবজি ফসল তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেনাপোলের পুটখালী ইউনিয়নে।

এখানে ৪০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

কায়বায় ৩৫০ হেক্টর, গোগায় ২২৫ হেক্টর, বাগআঁচড়ায় ২৫০ হেক্টর ও

উলশীতে ১২৫ হেক্টর জমির ফসল ভারতের উজানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, পানি এখনো বৃদ্ধি পাচ্ছে যার কারনে ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।

পানি আটকানোর বিষয়টি সম্পূর্ন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব। এতে কৃষি বিভাগের কোন হাত নেই।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, আমি স্থানীয় চেয়ারম্যানদের মুখে শুনেছি

ভারতের পানি রুদ্রপুর ও খলশী খাল দিয়ে ঢুকে ফসলের ক্ষতি করছে।

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙ্গন রোধে মানববন্ধন

এসিল্যান্ড ও ইজ্ঞিনিয়ারকে সাথে নিয়ে আজ (মঙ্গলবার) সকালে পুটখালী ও

বারোপোতার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছি।

এসময় পানির বাধা সৃষ্টি করতে পারে এমন ধরনের ৪টি জালপাটা অপসারন করা হয়েছে এবং

জালপাটা দিয়ে মাছ ধরায় একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ইছামতি নদীর পানির সমস্যাটা আন্তর্জাতিক ব্যাপার।

তবে পানি উন্নয়ন বোর্ড ইচ্ছা করলে এর সমাধানের পথ খুজে বের করতে পারে।

/ মোজাহো

http://shopno-tv.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনায় তলিয়ে যাচ্ছে শার্শা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *