দেশব্যাপীব্যবসা বাণিজ্যআইন- আদালতশিরোনামসর্বশেষসব খবর

পুকুরে বিষ দিয়ে বিপুল পরিমান মাছ নিধন

আশুলিয়া জিরাবো এলাকায় দুর্বৃত্তরা প্রায় ৪০ বিঘা  আয়তনের একটি পুকুরে শত্রুতা বশত পুকুরে বিষ দিয়ে বিপুল কয়েক কোটি টাকার মাছ নিধন

করা হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক শরিফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক শরিফুল ইসলাম বেপারী বলেন, ১৯৯৮ সাল থেকে আমি পুকুরে মাছচাষ করে আসছি।

একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করেন।

তাহিরপুরের লোকালয়ের হাটে ধরা পড়ল অজগরের বাচ্চা!

এতে তার প্রায় ৫ কোটি টাকার মাছ মরে গেছে।

বিষ প্রয়োগে মাছ মারার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

এতে পরিবেশ দূষিত হয়ে পড়ছে।

এদিকে, সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ বলেন,

পুকুরে বিষ প্রয়োগের খবরে তারা একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে।

দৌলতপুরে মিথ্যা মামলায় ক্ষোভ : মানববন্ধন

প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুকুরে বিষ দিয়ে বিপুল পরিমান মাছ নিধন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন,

এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

/ মোইহো

emranhossen360@gmail.com

MD. IMRAN HOSSAIN 70/1, Ganda, Savar, Dhaka-1230 Cell: +8801515202960, +8801676936016 E-mail: emranhossen360@gmail.com Father’s name : Khondakar Mohiuddin Mother’s name : Josna Begum DOB: 13 January 1997 NID: 10951764123 Blood Group: A + Education: Diploma-In-Engineering Electrical

2 thoughts on “পুকুরে বিষ দিয়ে বিপুল পরিমান মাছ নিধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *