রাজবাড়ীতে ১৫ লিটার মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীতে অভিযান চালিয়ে ১৫ (পনের) লিটার দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে রাজবাড়ী
জেলার গোয়ালন্দঘাট থানাধীন ০১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অফিসের সামনে থেকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মোঃ আবুল মোল্লার পুত্র মোঃ টিপু মোল্লা(২৭),
চর কর্ণেশন (আংকের শেখের পাড়া) এলাকার মোঃ জয়নাল শেখের পুত্র মোঃ লতিফ শেখ (৩৮),
আইনুদ্দিন বেপারী পাড়া এলাকার মৃত আজগর মন্ডলের পুত্র মোঃ রশিদ মন্ডল।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার
রাজবাড়ীতে ১৫ লিটার মদসহ আটক একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু
তিনি জানান, র্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,
একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে।
এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।
তার পরিপ্রেক্ষিতে বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,
কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ০১ নং
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অফিসের সামনে অবস্থান করছে।
দৌলতপুরে মিথ্যা মামলায় ক্ষোভ : মানববন্ধন
এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্প উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ১৫ (পনের) লিটার দেশীয় মদ,
মাদক বিক্রিত ২,১৫০/- (দুই হাজার একশত পঞ্চাশ) টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়
কাজে ব্যবহৃত ০৫ টি সীমকার্ডসহ ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও
উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
/ আই

Pingback: নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী পালিত - দ্যা বাংলা ওয়াল