বিনম্র শ্রদ্ধায় জাতির জনক কে স্মরণ করলো রংপুরবাসী
বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করেছে রংপুরবাসী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রংপুর নগরীর ডিসির মোড় বঙ্গবন্ধু চত্বরে
অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রংপুর বিভাগীয় কমিশনার . আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার,
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।
সাভারে পালিত হলো ৪৫তম শাহাদাত বার্ষিকী
এর পরেই সকাল ১১টায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু,
মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ,
শ্রমিক লীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সকল সরকারি, আধা-সরকারি, বে-সরকারি,
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্থরের মানুষ।
৪৫তম শাহাদত বার্ষিকীতে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা
এদিকে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ,
আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, রক্তদান কর্মসুচী, বৃক্ষরোপন, ও কাঙালি ভোজসহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানান আয়োজনের মধ্য দিয়ে বিভীষিকাময় কালো দিনটি স্মরণ করছে।
বিনম্র শ্রদ্ধায় জাতির জনক কে স্মরণ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
/ রাচৌ
Pingback: শার্শায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: সভাপতি-সম্পাদক ছাড়াই ইবি ছাত্রলীগের শোক দিবস পালন - দ্যা বাংলা ওয়াল