সুনামগঞ্জে ”আসক” এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
সুনামগঞ্জে ”আসক” এর উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ আগষ্ট) শনিবার সকাল ১১টায় পৌর শহরের মধ্য বাজারস্থ আয়ান বাবা কমপ্লেক্সে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চারঘাটে জাতীয় শোক দিবস ও ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত
প্রধান অতিথির বক্তব্যে আসক ফাউন্ডেশনের সভাপতি ফজলুল হক বলেন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এদেশের অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক।
তাঁরই নের্তৃত্বে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, পেয়েছি লাল-সবুজে মহিমান্বিত জাতীয় পতাকা।
আজকের এ বেদনাবিধূর দিনে আমরা এই মহানায়কের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।’
‘সেই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সেদিন নির্মমভাবে নিহত শিশু ও নারীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ,
নিকটাত্মীয় এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।
নড়াইলে ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, বঙ্গবন্ধুর হত্যার বিচার করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জে ”আসক” এর সাধারন সম্পাদক এড. মিজানুর রহমান’র সঞ্চালনায়, সংগঠনের তথ্য বিষয়ক সম্পাদক মো আব্দুস সালাম,
সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, আমির আলি, প্রচার সম্পাদক আলি আক্কাস, সুসিল রঞ্জন দাস,
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা রওশন আরা বেগম, দপ্তর সম্পাদক সজিব দাস, সামছুন্নাহার, , সরোয়ার আহমেদ, সাদিকুর রহমান সাদেক, সুবন চন্দ্র,
এনামুল হক, ইকবাল হোসেন চৌধুরী, মকবুল হাসান দুলাল, জাকির হোসেন প্রমুখ।
/ মোআসা
Pingback: গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল