তালায় ভ্যাইস চেয়ারম্যানের মৎস্য ঘেরে চুরির অপবাদে হত্যা
তালায় ভ্যাইস চেয়ারম্যানের মৎস্য ঘেরে ছেলের চুরির অপবাদে পিতাকে হত্যা করা হয়েছে।
ছেলেকে বাঁচাতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সমর্থকদের মারপিটে নিহত হয়েছেন লুৎফর নিকারী নামে এক মাছ ব্যবসায়ী।
সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে এ ঘটনা ঘটে।
খাদ্যকে সুরেচক করতে পুদিনাপাতার কোনো জুড়ি নেই
এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মরদেহ নিয়ে মিছিল করে তালা থানা ঘেরাও করে গ্রামবাসী।
এ সময় হাজার হাজার গ্রামবাসী ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন।
কুষ্টিয়ায় সিরিজ বোমা হামলা দিবসে আ’লীগের আলোচনা সভা
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালায় ভ্যাইস চেয়ারম্যানের মৎস্য ঘেরে চুরির অপবাদে হত্যাকান্ড
জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়েছে।
পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে।
আর আটক মশিয়ার রহমান সরদার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
/ জহাসা
Pingback: স্বল্প পানি ব্যবহার করে পাট পচানোর প্রযুক্তি - দ্যা বাংলা ওয়াল