দেশব্যাপীরাজনীতিজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

যে রক্ত দেয় সেই মানুষটি মহান এবং বড় হৃদয়ের -মেয়র লিটন

বাঁচার জন্য কোন মানুষকে যে রক্ত দেয় সেই মানুষটি মহান এবং বড় হৃদয়ের -মেয়র লিটন

যে রক্ত দেয় সেই

যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন,

ছাত্ররা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন, ১৯৬৯ এর গন অভ্যুত্থানে রক্ত দিয়েছেন, ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং

৭৫ পরবর্তীও রক্ত দিয়ে এই দেশের জন্য অবদান রেখেছেন।

কোন মানুষ যদি কোন মানুষকে বাঁচার জন্য রক্ত দেয়, যে মানুষটি রক্ত দেয় সেই মানুষটি মহান এবং বড় হৃদয়ের।

ছাত্রলীগের কর্মীরা যে মস্তিস্ক দিয়ে এই চিন্তা করেছেন তাদেরকে আমি সন্মান মর্যাদার জায়গায় স্থান দিলাম।

চারঘাটে যত্রতত্র গড়ে উঠছে অনুমোদনহীন ক্লিনিক

মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের (মেয়র সমর্থিত) আয়োজনে বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদদের স্মরনে ছাত্রলীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রলীগ অর্থ, চাঁদাবাজি, টেন্ডারবাজী নয়। অনেক অর্থ বিত্ত হবে তা নয়।

ছাত্র জীবনে যেখানে অন্যায় অত্যাচার নিপীড়ন সেখানে দাঁড়াবে ছাত্রলীগ। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।

আজ যে ছাত্রলীগের কর্মীরা রক্ত দিবে এবং মানুষের বাঁচার জন্য রক্তের প্রয়োজন হবে তাদের উদ্দেশ্য তারা ওয়েবসাইটে রক্তের গ্রুপ দিয়ে ছেড়ে দিবে।

সুস্থ মানুষ হিসাবে আমরা প্রতি ১২০ দিন পর কোন রকম শারিরীক অসুবিধা ছাড়াই রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচাতে ভুমিকা রাখতে পারি।

শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগকে ১০ হাজার গাছ রোপনের জন্য দিবেন বলে ঘোষনা দেন পৌর মেয়র।

নড়াইলে গৃহবধূ ওপর এসিড নিক্ষেপের অভিযোগ

শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইনের স্বেচ্ছায় রক্ত দিয়ে রক্তদান কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।

উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের ৭০ জন নেতা কর্মী স্বেচ্ছায় রক্ত দেন।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাবেক ছাত্র নেতা সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সদস্য আবু তাহের বাবলু,

তিতুমির কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন ফারাজি, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো)

সহ-সভাপতি এমদাদুল হক বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সহসভাপতি নাছির উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক এনামুল হক মুকুল,

বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান তনি উপস্থিত ছিলেন।

/ মোজাহো

The Bangla Wall

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “যে রক্ত দেয় সেই মানুষটি মহান এবং বড় হৃদয়ের -মেয়র লিটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *