হবিগঞ্জের মাধবপুর একসঙ্গে তিন সন্তানের জন্ম
হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে রহিমা বেগম নামের এক নারী অস্ত্রপাচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তান জন্মদিয়েছেন।
বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি সন্তানগুলো প্রসব করেন। তিন সন্তানই মেয়ে।
রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করেন।
নতুন ধানের জাত জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ চাষে একশো দিনে
তিন সস্তানের শারীরিক অবস্থা ভালো। মাও সুস্থ্য আছেন বলে জানিয়েছেন মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন।
তিনি বলেন, সিজার ছাড়াই তার হাতেই একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব।
তিন সন্তানের মধ্যে ১ম সন্তানটির ওজন ১ কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম।
চারঘাটে যত্রতত্র গড়ে উঠছে অনুমোদনহীন ক্লিনিক
তাদের শিশু ডাক্তার দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা না থাকার কারনে ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে গেছে।
নবজাতক তিনটির বাবা আব্দুস সালাম বলেন, তার ঘরে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।
মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন বলেন, হবিগঞ্জের মাধবপুর একসঙ্গে তিন সন্তানের জন্ম দেয়া পরিবারটি খুবই গরীব।
ঔষধ কিনে খাওয়ার টাকা পর্যন্ত নেই। সরকারিভাবে যতটুকু সম্ভব ঔষধ দেওয়া হয়েছে।
যদি কেউ পরিবারটির পাশ্বে দাঁডাতে চান, যোগাযোগ করতে পারেন তাঁদের সাথে।
/ মোসেউ

Pingback: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় হ্যান্ড-ওয়াশ স্টেশন স্থাপন - দ্যা বাংলা ওয়াল
Pingback: সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দ্যা বাংলা ওয়াল