রংপুরে ট্রাকের ট্র্যাংক থেকে ফেন্সিডিল জব্দ, আটক
রংপুরে ট্রাকের তেলের ট্র্যাংক থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল জব্দ সহ নান্নু মিয়া ঠান্ডু(৬৩) নামে একজনকে আটক করেছে র্যাব।
ওই ব্যক্তির কাছ থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার নান্নু মিয়া ঠান্ডু বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা শংকরপুর তেঘড়িপাড়ার মৃত বোরহান আলীর ছেলে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা।
যে রক্ত দেয় সেই মানুষটি মহান এবং বড় হৃদয়ের -মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে যমুনা ফিলিং স্টেশনের কাছে দাঁড়াানো একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব-১৩।
এতে ওই ট্রাকের তেলের ট্যাংকির মাঝে বিশেষ কায়দায় লুকানো দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সাতক্ষীরায় হত্যার অভিযোগে ভাইস চেয়ারম্যান আটক
এসময় নান্নু মিয়া ঠান্ডু একজন মাদক সরবরাহকারীকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলেন,গ্রেফতার নান্নু মিয়া সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের একজন সক্রিয় সদস্য।
রংপুরে ট্রাকের ট্র্যাংক থেকে উদ্ধার হওয়া ফেন্সিডিল দিনাজপুর থেকে ঢাকাতে সরবরাহ করার কথা ছিল।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
/ রাচৌ