তুর্কী বিলে ট্রলার ডুবে ৬ জন আহত এবং ১ শিশু নিহত
তুর্কী বিলে বুধবার সন্ধ্যায় একটি ট্রলার ডুবে ৬ জন আহত এবং ১ শিশু নিহত হয়েছে।
১৯ আগষ্ট সন্ধ্যা অনুমানিক ৬.১৫ মিনিটের সময় নৌকা বাইচ দেখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুর বেকড়া ইউনিয়নের
মো. ফারুক মিয়া এর মেয়ে ফাহিমা (৭) নিহত হয়েছে। এছাড়াও বারপুশা গ্রামের ৬ জন আহত হয়েছে।
এ ঘটনায় আহতরা নাগরপুর সদর হাসপাতাল থেকে প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
এরা হলেন, বেকড়া ইউনিয়নের বারাপুশা গ্রামের মো. আসাদুজ্জামান মিয়ার ছেলে মো. শাকিব মিয়া (১০),
মৃত হাফিজ উদ্দিন এর ছেলে আয়ূব আলী (৩০), জাবেদ আলীর ছেলে শন্টে মিয়া (৪২), আ: করিম মিয়ার ছেলে মো. হাসান্নুজ্জামান মিয়া (২৮),
শুকুর আলীর মেয়ে সুমুইয়া (১২), মৃত বেলায়েত এর ছেলে সেলিম মিয়া (২৭)।
সাতক্ষীরার তালায় আ.লীগ নেতাকে পদ থেকে বহিষ্কার
ঘটনার খবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর, সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান একেএম কারুজ্জামান মনি দ্রুত ঘটনা স্থলে পৌঁছে স্থানীয় জনসাধারন,
জেলা ফায়ার সার্ভিসের ডুবুরী, নাগরপুর থানা পুলিশের সহযোগীতায় রাত ১১ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়।
এ সময় ডুবন্ত ট্রলারে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
যশোরের শার্শা উপজেলায় তিন ক্লিনিকের প্যাথলজি বিভাগ বন্ধ
তবে জেলা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ধারনা করছে এখন শুধু ট্রলারটিই পানিতে রয়েছে।
অপর দিকে মাইকিং করেও এঘটনায় কোন ব্যক্তির নিখোঁজের অভিযোগ পাওয়া যায়নি।
এসব কারনেই রাতে উদ্ধার কাজের বিরতি দেয়া হয়।
তবে, আগামীকাল সকাল থেকে ট্রলারটি উদ্ধার অভিযান পুনরায় চালানো হবে।
তুর্কী বিলে ট্রলার ডুবে ৬ জন আহত এবং ১ শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন,
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।
/ মোজরলু

Pingback: বর্ধিত ভাড়া আর থাকছে না গণপরিবহনে - দ্যা বাংলা ওয়াল