নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
নওগাঁয় মান্দা উপজেলার জলছত্র মোড়ে ট্রাকচাপায় প্রাণ গেল আব্দুল মান্নান (৬০) এবং শেফালি বেগম (৫৫) নামের মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর।
নিহতরা ওই উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার ১৯ আগস্ট দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরার কালিগঞ্জে বেপরোয়া মটরসাইকেল চোর সিন্ডিকেট
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আব্দুল মান্নান চকউলি জামে মসজিদের ইমাম।
আজ দুপুরে আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী মোটরসাইকেল যোগে নওগাঁ শহরে যাচ্ছিলেন।
রংপুরে প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা জব্দ, আটক-৩
এসময় তাঁদের মোটরসাইকেলটি মান্দার জলছত্র মোড়ে মহাসড়কে উঠার সময় রাজশাহীগামী একটি ট্রাক তাঁদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল , মৃত্যু হয় তাঁদের।
এব্যাপারে মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান জানান,
স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/ আজু

Pingback: যশোরে করোনায় আক্রান্ত ২৬শ’ ছাড়িয়েছে - দ্যা বাংলা ওয়াল