তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনা আক্রান্ত
সাতক্ষীরা জেলা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার দুই পুত্রের শরীরে করোনা পজিটিভ এসেছে।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, ও তার পুত্র সজল ঘোষ ও স্বচ্ছ ঘোষ।
বুধবার (১৯ আগষ্ট) তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান,
এ পর্যন্ত তালা উপজেলায় ৩০ জন নারীসহ মোট ১৩৪ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।
নড়াইলে মামলা প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন
তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগির বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানিয়েছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,
থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনা আক্রান্ত হলেও এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে বলেছেন।
/ জহাসা

Pingback: অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে অভিযোগ - দ্যা বাংলা ওয়াল