রংপুরে প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা জব্দ, আটক-৩
রংপুরে প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা জব্দ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম ফুলবাড়ির উপজেলার পূর্ব ফেরুষার আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৫),
মৃত আবুল হোসেনের ছেলে তহিদুল ইসলাম (৩৫) ও রংপুর শহরের মাহিগঞ্জ কলাবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে রবিউল ইসলাম ওরফে বাবু (৩০)।
র্যাব প্রাইভেট কারটি জব্দ করেছে।
সাতক্ষীরার কালিগঞ্জে বেপরোয়া মটরসাইকেল চোর সিন্ডিকেট
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা খন্দকার গোলাম মোর্ত্তূজা বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মাহিগঞ্জ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের
দক্ষিণ পার্শ্বে ওমর আলী পেট্রোল পাম্পে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়।
কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
এ সময় কারটির ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন,
তারা প্রাইভেটকারে যাত্রী পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং
রংপুরে প্রাইভেট কারে দীর্ঘদিন থেকে বিপুল মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
/ রাচৌ
Pingback: বগুড়া র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল