ভারতীয় গাঁজা পাথর এবং বারকী নৌকা আটক করেছে বিজিবি
ভারতীয় গাঁজা পাথর এবং বারকী নৌকা আটক করেছে বিজিবি, ডুলুরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/১৪-এস এর নিকট হতে
আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন
১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৫০০ টাকা।
কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
ডুলুরা বিওপির টহল দল ১৯ আগস্ট সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ২০ ঘনফুট ভারতীয় পাথর এবং
২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০২,০০০ টাকা।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে অভিযোগ
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম জানান,
আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং পাথর ও বারকী নৌকা
শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
/ মোআসা

Pingback: সিরাজগঞ্জের তাড়াশে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ - দ্যা বাংলা ওয়াল